আইন ও অপরাধবিএনপিরাজনীতি

সরকারি কাজে বাধা ও নাশকতা মামলায় কৃষক দলের সা. সম্পাদক কারাগারে

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের করা ২০১৭ সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় তিনি দণ্ডবিধির দুটি ধারায় মোট সাড়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

সোমবার (১৮ আগস্ট) সকালে শহিদুল ইসলাম বাবুল আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, এই আদেশের বিরুদ্ধে তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন এবং সেখানে ন্যায়বিচার আশা করছেন।

এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর আদালত শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড এবং অন্য ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান ফেরার পথে

এই বিভাগের অন্য খবর

Back to top button