সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (১৮ আগস্ট) ভোরে একটি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button