শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় কোচ-সিএনজি সংঘর্ষে নারী নিহত

বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত লক্ষ্মী রানী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু মধ্যপাড়া এলাকার খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী মারা যান এবং সিএনজি চালকসহ আরও তিনজন আহত হন। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কোচটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

সতর্কতা: সড়ক দুর্ঘটনা রোধে সবসময় ট্রাফিক আইন মেনে চলুন এবং নিরাপদে চলাচল করুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button