বিনোদন

হরিণের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারালেন সাবেক বিশ্ব সুন্দরী

রাশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মিস ইউনিভার্স (২০১৭) সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা। গত ৫ জুলাই টেভর ওবলাস্টে স্বামীর সঙ্গে গাড়ি করে ফিরছিলেন তিনি। এসময় হঠাৎ একটি হরিণের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় তাদের গাড়ি। গাড়িটি উল্টে গিয়ে গুরুতর আহত হন সেনিয়া ও তার স্বামী।

তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও সেনিয়ার অবস্থা ছিল আশঙ্কাজনক। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। গত ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন সেনিয়ার স্বামী। তিনি জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু ঘটে যায়। হরিণটি সরাসরি গাড়ির সামনে এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারান তিনি। হরিণের পা ভেঙে কাচ ভেদ করে সেনিয়ার মাথায় আঘাত করে। সেই আঘাতই তার জীবনের জন্য মারাত্মক হয়ে দাঁড়ায়।

প্রাক্তন এই বিশ্ব সুন্দরীর মৃত্যুতে রাশিয়ার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button