৬ বছর ধরে চুল খাচ্ছিল কিশোরী, পেট থেকে বের হলো ২ কেজি চুল

দীর্ঘ ছয় বছর ধরে নিজের চুল খাওয়ার অদ্ভুত অভ্যাসে ভুগছিল চীনের ১৫ বছর বয়সি এক কিশোরী। এর ফলে তার পাকস্থলিতে জমে ওঠে প্রায় ২ কেজি ওজনের বিশাল এক ‘চুলের গোলা’। অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করেন চিকিৎসকেরা।
গত জুলাই মাসে চীনের হুবেই প্রদেশের উহান শিশু হাসপাতালে এ বিরল ঘটনাটি ঘটে। রোববার (১৭ আগস্ট) সাউথ মর্নিং চায়না পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম হুবেই ডেইলি জানিয়েছে, হেনান প্রদেশের ওই কিশোরী নিনি তীব্র পেটব্যথা, ক্ষুধামান্দ্য ও মারাত্মক দুর্বলতায় ভুগছিল। উচ্চতা ১.৬ মিটার হলেও তার ওজন ছিল মাত্র ৩৫ কেজি। টানা ছয় মাস ধরে তার ঋতুস্রাব বন্ধ ছিল এবং সে রক্তাল্পতায় আক্রান্ত হয়।
চিকিৎসকেরা জানান, নিনি প্রায় ছয় বছর ধরে নিজের চুল খাওয়ার অভ্যাসে আসক্ত ছিল। অস্ত্রোপচারে তারা তার পাকস্থলি থেকে প্রায় ২ কেজি ওজনের চুল ও খাবারের অবশিষ্টাংশে তৈরি গোলা বের করেন। এতে তার পাকস্থলি স্বাভাবিক আকারের দ্বিগুণ হয়ে ফুলে উঠেছিল।
গত ১৪ জুলাই অস্ত্রোপচারের পর নিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। পাঁচ দিন পর স্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে এবং পরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ৫ আগস্ট পুনরায় ফলোআপ পরীক্ষায় চিকিৎসকেরা নিশ্চিত করেন, সে এখন সুস্থ রয়েছে।
এ বিষয়ে একজন চিকিৎসক জানান, কোনো শিশু যদি এক মাসের বেশি সময় ধরে চুল বা অখাদ্য বস্তু খেতে থাকে, তবে অভিভাবকদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এ ধরনের আচরণকে “ট্রাইকোফ্যাগিয়া” নামক মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।