জাতীয়
প্রধান খবর

১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৩ মিনিটে সরকারের সরকারি ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দিতে আইনকে অপব্যবহার করে হাজারো নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য ভয়াবহ ভোগান্তির পাশাপাশি রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে।

সরকার জানায়, এসব মামলা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা এবং নির্বাচনের আগে সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা। এর মাধ্যমে অন্যায়ভাবে অভিযুক্তদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে এবং নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ ঘটবে।

অন্তর্বর্তী সরকারের মতে, এ পদক্ষেপ শেষ পর্যন্ত বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শান্তিপূর্ণভাবে এগিয়ে নেবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button