
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১৯ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে। মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর এবং রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল তল্লাশি করে মাদকদ্রব্যসহ আসামিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোছা: আরজিনা বেগম (৪০),শ্রীমতি পুতুল রানী (৪২),মোছা: রোকেয়া বেগম (৪২),মো: আশরাফুল ইসলাম (২৭), আ: রাজ্জাক ওরফে গোলাম রব্বানী (৩২)
তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। আটক ব্যক্তিরা দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।