বন্ধু টাকা ধার চাইলে যা করবেন

মাসের শেষ দিকে বেতনের টাকা ফুরিয়ে যাওয়া অনেকের কাছেই সাধারণ সমস্যা। এর সমাধান হিসেবে অনেকে বন্ধু বা পরিবারের কাছ থেকে টাকা ধার নেন। কিন্তু বারবার ধার নেওয়া কিংবা দেওয়া সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা সংস্থা ব্যাংরেট-এর ২০২৪ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় এক-চতুর্থাংশ মানুষ টাকা ধার দিয়েছেন এই ভেবে যে ফেরত পাবেন, কিন্তু বাস্তবে ফেরত পাননি। এর ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, ব্যক্তিগত সম্পর্কেও এসেছে ভাঙন।
আর্থিক থেরাপি বিশেষজ্ঞ এজা ইভান্সের মতে, টাকা ধার দেওয়ার আগে অবশ্যই নিজের আর্থিক সামর্থ্য যাচাই করতে হবে। অনেক সময় সরাসরি ‘না’ বলা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ ধার দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি ৫ হাজার টাকা চান, আর আপনার জন্য পুরোটা দেওয়া সম্ভব না হয়, তাহলে ৫০০ বা ১ হাজার টাকা সাহায্য করতে পারেন। এতে আপনার বাজেটে চাপ পড়বে না, একই সঙ্গে সম্পর্কও অটুট থাকবে।
তবে ধার দিতে না পারলে অপরাধবোধ হওয়াটা স্বাভাবিক। মনে হতে পারে, বন্ধুটি কী ভাবলো বা আপনার প্রতি তার মনোভাব কেমন হলো। কিন্তু মনে রাখতে হবে, আপনার খরচ ও ভবিষ্যতের পরিকল্পনার দায়িত্বও আপনারই। তাই অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের প্রয়োজনীয় ব্যয় বা সঞ্চয়কে ঝুঁকিতে ফেলবেন না। এ জন্য আপনি কী অর্জন করতে চান এবং কেন, তা নিজেকে বারবার মনে করিয়ে দিতে পারেন।
সবশেষে, আর্থিক অবস্থার সীমারেখা নিজেই নির্ধারণ করুন। স্বল্পমেয়াদে ‘না’ বলা অস্বস্তিকর লাগলেও দীর্ঘমেয়াদে এটি আপনাকে সুরক্ষিত রাখবে। কারণ ভবিষ্যতে যখন আপনি নিজের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবেন এবং জরুরি অবস্থায় সঞ্চয়ের টাকা ব্যবহার করতে পারবেন, তখনই বুঝবেন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।