বগুড়া জেলারাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত শহরে বিশাল র‌্যালি বের হয়।

র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় ঘোড়ার গাড়ি, ব্যান্ডপার্টিসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আনন্দ-উল্লাস করেন। এর আগে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার ১২টি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এদিন দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হতে থাকেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে বিকেল ৫টার দিকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button