বিনোদন

মেয়ে আইসিইউতে, ছেলের ১০২ জ্বর, আমার ১০৩.৫ জ্বর: পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া জ্বরে আক্রান্ত হয়েছেন ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও পরীমণি নিজেই। বর্তমানে তিনজনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।’

গত ১০ আগস্ট ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিন উপলক্ষে ঘনিষ্ঠজনদের নিয়ে পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেছিলেন পরীমণি। ধারণা করা হচ্ছে, সেদিন কোনো অতিথির মাধ্যমে ভাইরাস ছড়িয়েছে।

এ অবস্থায় ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

এই বিভাগের অন্য খবর

Back to top button