বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ধর্ষণের সংবাদ প্রকাশে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

বগুড়ায় ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল হাসানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, জাতীয় দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফক্স থার্ড আই এর প্রতিবেদক জুয়েল হাসান ১৮ আগস্ট তিন বছরের এক শিশুর ধর্ষণের ঘটনা প্রকাশ করেন। এরপর থেকেই অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাঁকে হুমকি দেওয়া হয়, সর্বশেষ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

জিডিতে তিনি উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে এমন হুমকির শিকার হয়েছেন, যা তাঁর ও পরিবারের জন্য বড় হুমকি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, সাংবাদিকের জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত হচ্ছে এবং হুমকিদাতাদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button