শেরপুর উপজেলা
প্রধান খবর

শেরপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প।

মঙ্গলবার (১৯ আগস্ট) ব্র্যাক শেরপুর এলাকা অফিসে আয়োজিত এ ক্যাম্পে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য চক্ষু চিকিৎসা প্রায়ই ব্যয়বহুল হয়ে পড়ে। ব্র্যাকের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এতে গ্রামীণ জনগণ সরাসরি উপকৃত হবে।

সকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে ৪৫ জন ছানি রোগী শনাক্ত হলে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়া ১৪৬ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং কিছু রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার্ড করা হয়।

রোগীদের মধ্যে শাপলা রানী বলেন, এর আগে ঋণ নিয়ে ছানি অপারেশন করতে হয়েছে তাকে, যা ছিল কষ্টসাধ্য। এবার বিনামূল্যে সেবা পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন। নুপুর বেগমও দ্রুত সেবা ও চশমা পাওয়ায় সন্তুষ্টি জানান।

ব্র্যাক বগুড়ার জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া জানান, নারী, প্রবীণ, বিধবা ও কৃষি-শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগেও ধুনটে এ ধরনের ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় শিগগিরই জেলার অন্যান্য উপজেলাতেও এমন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button