বিনোদন

মায়ের মতো একজন স্ত্রী পেয়েছি: জাহিদ হাসান

দেশের প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসান ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে।

তবে শোবিজ অঙ্গনের অনুষ্ঠান বা প্রকাশ্যে তাঁদের একসাথে খুব একটা দেখা যায় না। এ নিয়ে সমালোচক ও অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা জল্পনা-কল্পনা হয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংসারে কোনো সমস্যা নেই, বরং তাঁরা পূর্ণ সুখে আছেন। তাঁর ভাষ্য, “আমরা ভালো আছি। কিছু মানুষ সবসময় গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে, রান্নায়ও সাহায্য করে। সত্যি বলতে, আমি যেন মায়ের মতো একজন স্ত্রী পেয়েছি।”

স্ত্রীর প্রশংসায় আবেগী হয়ে জাহিদ বলেন, “আমাদের মধ্যে কখনও ইগোর লড়াই হয় না। কারণ মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।”

একসঙ্গে কোথাও না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, “মানুষ যা বলে তার কিছুটা সত্যি। আমরা একসাথে খুব বেশি যাই না, কারণ কাজের ব্যস্ততা থাকে। এমনকি নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি শুটিংয়ের কারণে। এখনো ক্লাবে গেলে আড্ডা শেষে বের হতে ইচ্ছে করে না। তাই প্রায়ই অনুষ্ঠানে মৌ একাই যায়।”

কথোপকথনে উঠে আসে জাহিদের অতীত প্রেমের প্রসঙ্গও। তিনি বলেন, “মৌ আমার সাবেক প্রেমিকার কথা জানে এবং মাঝে মাঝে এ নিয়ে মজা করে। আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। একবার মৌ মজা করে বলেছিল, ‘এগুলো ফেলে রেখেছ কেন? যত্ন করে রাখো।’ তখন ওর হাতে অনেকগুলো চিঠি ছিল।”

অতীতে একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন জাহিদ। একসঙ্গে বহু নাটকে অভিনয় করলেও সম্পর্ক ভাঙার পর আর কখনও একসঙ্গে কাজ করেননি। এখন অনুষ্ঠানেও দেখা হলেও তাঁদের মধ্যে কোনো আলাপ হয় না। সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। তাঁর ভাষ্য, “তাকে নিয়ে কিছু বললে অসম্মান হবে। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। সেও ভালো আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, জাহিদ-মৌ দম্পতির বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট সন্তানের নাম জারিফ জাহিদ সাইম। দুজনেই বর্তমানে পড়াশোনায় ব্যস্ত।

এই বিভাগের অন্য খবর

Back to top button