সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে বিষপান করে স্বামীর আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন বদর উদ্দিন বদু (৩৫) নামে এক ব্যক্তি।
বুধবার সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার পিংকি (২৫) তিন বছর বয়সী ছেলে শামীমকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। চার মাস আগে বদর উদ্দিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা ট্রাকচালক বদর উদ্দিন প্রথম স্ত্রীকে নিয়ে সাত বছর আগে কালামপুরে ভাড়া থাকতেন। পরবর্তীতে বাড়িওয়ালার মেয়ে পিংকিকে বিয়ে করলে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
স্থানীয়রা জানান, বদর উদ্দিন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরতেন, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হতো। বিচ্ছেদের পরও তিনি মাঝেমধ্যেই সন্তানের খোঁজে পিংকির বাড়িতে যেতেন। বুধবার সকাল ৮টার দিকে ছেলে শামীমের জন্য খাবার নিয়ে সেখানে গেলে সুযোগ বুঝে পিংকিকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি বিষপান করে অচেতন হয়ে পড়েন। শিশুটি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ঘরে ঢুকে বিষয়টি টের পান।
পরে পুলিশ বদর উদ্দিনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সাবেক স্ত্রীকে হত্যার পর বদর উদ্দিন আত্মহত্যা করেছেন। সূত্র: সমকাল