স্বাস্থ্য
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১১

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ১৫৪ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে।

সর্বশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং ২ জন রাজশাহী বিভাগে ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ করুন এবং ফুলের টব, পুরোনো টায়ার ও পানির পাত্র পরিষ্কার রাখুন। দিনে ও রাতে মশারি ব্যবহার করুন এবং শরীরে মশা তাড়ানোর লোশন লাগান। জ্বর, মাথাব্যথা বা শরীর ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button