ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজ ছাত্রকে গণধোলাইয়ের পর গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামে একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির অভিযোগে কলেজ ছাত্র আরিফুল ইসলামকে (২২) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আরিফুল ইসলাম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুপুরে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসীর মেয়ে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল আরিফুল। এ বিষয়ে অভিযোগ করা হলে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে কৌশলে ছাত্রীটির ঘরে ঢুকে শ্লীলতাহানি করে। এসময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আরিফুলকে আটক করে গণধোলাই দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button