দুপচাঁচিয়া উপজেলা
প্রধান খবর

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় রফিকুল ইসলাম (অটোভ্যান চালক) নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাট সাজাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে।

জানা গেছে, রাতে রফিকুল ইসলাম অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নওগাঁগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button