স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা স্বামীদের জন্য হাদিসে রয়েছে সুসংবাদ

বিয়ের মাধ্যমে নারী ও পুরুষ একে অপরের জীবনের অংশ হয়ে নতুন অধ্যায় শুরু করেন। এই জীবন একসঙ্গে কাটাতে গিয়ে নানা চড়াই-উতরাই আসলেও ধৈর্য ও শান্তভাবে পরিস্থিতি সামলিয়ে দাম্পত্য জীবন এগিয়ে নিতে হয়।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দাম্পত্য সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, একজন ভালো, নেককার ও সতী স্ত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের সঙ্গে তুলনীয়। রাসুল (সা.) ইরশাদ করেছেন—“দুনিয়ার সবকিছুই সম্পদ, তবে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো সতী স্ত্রী।” (মুসনাদে আহমদ, হাদিস: ৬৫৬৭)
পাশাপাশি একজন পুরুষের চরিত্র ও ঈমানের পূর্ণতা তার স্ত্রীর সঙ্গে আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলমান সে-ই, যার চরিত্র উত্তম। আর যারা নিজেদের স্ত্রীর কাছে উত্তম, তারাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ।” (তিরমিজি, হাদিস: ১১৬২)
অতএব, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মান, ভালো ব্যবহার ও বোঝাপড়াই একটি সফল দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি।