গাবতলী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় বসতবাড়িতে লুটপাটের পর বৃদ্ধাকে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে বসতবাড়িতে লুটপাটের পর রাজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত

রাজিয়া বেগম মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম।

জানা গেছে, ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়িতে নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। সেদিন রাতে প্রবল বৃষ্টির মধ্যে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ৫–৭ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। পরে তারা রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে ভাঙচুর চালিয়ে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা রাজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button