নির্বাচন

অনিয়মে পুরো কেন্দ্রের ভোট বাতিল হবে: সিইসি

কোনো ভোটকেন্দ্রে অনিয়ম ধরা পড়লে সেই কেন্দ্রের পুরো ভোট বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি সতর্ক করে বলেন, যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। অস্ত্রবাজি বা কেন্দ্র দখলের মাধ্যমে ভোটে জেতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “দেশের ক্রান্তিলগ্নে আমি দায়িত্ব নিয়েছি। এই নির্বাচন থেকেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ। গণতন্ত্রের পথে এগোব নাকি অন্য পথে—এটাই ঠিক করবে এ নির্বাচন। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা পরিচালিত হচ্ছি না। সরকার যখন নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে, আমরা সেটাই করছি। রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না।”

নির্বাচন প্রস্তুতির বিষয়ে তিনি জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে পূর্ণ প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ করতে ৭৭ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করেছেন। মৃত ভোটার বাদ দেওয়া ও নতুন যোগ্য ভোটার অন্তর্ভুক্ত করার কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোট পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। আমরা সংবিধানের বাইরে যেতে পারি না। আইন পরিবর্তন হলে সেটি হবে। সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

সরকার কোনো চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে সিইসি বলেন, “এখন পর্যন্ত আমাকে কোনো চাপ দেওয়া হয়নি। চাপ দিলে আমি চেয়ারে থাকব না।”

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “দলের বিরুদ্ধে বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক আদালতের রায়ে কী হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button