ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ সময়ে নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে মারা গেছেন ১১৪ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ হাজার ৭৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে ১,১৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মারা যান ১০ জন। ফেব্রুয়ারিতে ভর্তি ৩৭৪ জন, মৃত্যু ৩ জন। মার্চে ভর্তি ৩৩৬ জন, কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে ভর্তি ৭০১ জন, মৃত্যু ৭ জন। মে মাসে ভর্তি ১,৭৭৩ জন, মৃত্যু ৩ জন। জুনে ভর্তি ৫,৯৫১ জন, মৃত্যু ১৯ জন। জুলাইয়ে সর্বোচ্চ ১০,৬৮৪ জন ভর্তি হন, মৃত্যু হয় ৪১ জনের। চলতি আগস্টে এখন পর্যন্ত ৭,০৪৯ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৩১ জনের।
২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং সর্বোচ্চ ১,৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা। বাড়ির ভেতর ও বাইরে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ার বা ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। দিনে ও রাতে মশারি ব্যবহার, শরীরে হালকা রঙের কাপড় পরা এবং মশা নিধন কার্যক্রমে সবাইকে অংশ নিতে হবে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।