খেলাধুলাফুটবল

নভেম্বরে ভারতে খেলতে আসছে আর্জেন্টিনা

নভেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। শুক্রবার (২২ আগস্ট) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

এএফএ ঘোষণায় জানানো হয়েছে, ২০২৫ সালে দুটি ফিফা প্রীতি ম্যাচের উইন্ডো থাকবে আর্জেন্টিনার। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৬ তারিখে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয়টি নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে।

কেরালার ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০-এর মধ্যে থাকা কোনো দলের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে, এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

তবে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে শুরুতে অনিশ্চয়তা ছিল। কেরালা ব্রডকাস্টার ও স্পন্সরশিপ ঠিক করলেও এএফএ তেমন আগ্রহ দেখায়নি। পরে ব্রডকাস্টার প্রতিষ্ঠান জানায়, আর্জেন্টিনা না এলে তারা আইনি ব্যবস্থা নেবে। প্রতিষ্ঠানটি দাবি করে, এরই মধ্যে ১৩০ কোটি রুপি এএফএকে পরিশোধ করা হয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনার এই সফরের পরিকল্পনা শুরু হয়। বিশ্বকাপে সমর্থন জানানোয় এএফএ বাংলাদেশ, কেরালা, ভারত ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছিল। এরপর কেরালার ক্রীড়া মন্ত্রী আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠালে এএফএ সম্মতি জানায়।

এর আগে ২০১১ সালে ভারত সফরে এসে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নভেম্বরের ম্যাচ ছাড়াও আগামী ডিসেম্বরে ব্যক্তিগত সফরে ভারত আসার কথা রয়েছে লিওনেল মেসির।

এই বিভাগের অন্য খবর

Back to top button