খেলাধুলাফুটবল

রেকর্ড গড়া গোলেও শিরোপা জিততে পারলেন না রোনালদো

পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন এক অনন্য মাইলফলক—বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দল এবং ভিন্ন চারটি ক্লাবের হয়ে একশ বা তার বেশি গোলের রেকর্ড গড়েছেন তিনি।

শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে হংকং স্টেডিয়ামে আল আহলির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি ছিল আল নাসরের জার্সিতে তার ১০০তম গোল। তবে এই ঐতিহাসিক গোলও শেষ পর্যন্ত দলকে শিরোপা এনে দিতে পারেনি। ব্রজোভিচের গোলে আবারো লিড নিলেও সমতায় ফেরে আল আহলি। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারতে হয় আল নাসরকে। ফলে রোনালদোর সৌদি ক্লাবটির হয়ে শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

ক্লাব ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা: রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল, জুভেন্তাসের হয়ে ১৩৪ ম্যাচে ১০১ গোল এবং আল নাসরের হয়ে ১১৩ ম্যাচে ১০০ গোল।

জাতীয় দলের হয়ে ১৩৮ গোলসহ তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯-এ। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন ক্যারিয়ারের হাজারতম গোলের মাইলফলকের পথে ছুটে চলেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button