সারাদেশ

বরিশাল থেকে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়।

জানায় গেছে, চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে কনটেন্ট তৈরির অভিযোগ রয়েছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা আসাদ হত্যা মামলার ১১ নম্বর আসামি তিনি। ওই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় তার বাবাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, নাসির উদ্দিন সাথী গ্রেপ্তারের পর থেকে তৌহিদ আফ্রিদি আত্মগোপনে ছিলেন। অবশেষে রবিবার রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয় এবং রাতেই তাকে ঢাকায় আনা হবে।

সূত্র: ঢাকা টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button