দুই ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরও ১৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
রোববার দুপুরে এই ঘটনা ঘটে, যা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ।
তিনি জানান, ‘বৈরী আবহাওয়ার কারণে কিছু ট্রলার ঘাটে থাকাকালীন আরাকান আর্মি সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। এর ফলে জেলেরা নিরাপত্তাহীনতায় ভোগছে এবং সরকারের সহযোগিতা প্রয়োজন।’
এর আগে শনিবার দুপুরে একই এলাকায় ১২ জেলেসহ একটি নৌকাকে অপহরণ করা হয়েছিল। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৪০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ১৮০ জনকে অপহরণ করা হয়েছে। বিজিবির সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হয়েছে। সর্বশেষ শনিবার দুপুরে ১২ জেলেকে ফেরত আসার পথে আবারও অপহরণ করা হয়, যার ফলে অনেক জেলে ভয়ে মাছ শিকারে যেতে পারছে না।