তথ্য ও প্রযুক্তি

ম্যাসেঞ্জারে স্ক্রিনশট নিলেই মিলবে নোটিফিকেশন, জেনে নিন গোপন সেটিংস

বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার। তবে অনেক সময় চ্যাট নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়—কেউ গোপনে স্ক্রিনশট নিচ্ছে কি না। এ প্রশ্নের সমাধান নিয়ে এসেছে ম্যাসেঞ্জারের নতুন একটি সেটিংস।

🔒 ভ্যানিশ মোড (Vanish Mode)
এই ফিচার চালু করলে পাঠানো বার্তা পড়ার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো—চ্যাটে কেউ স্ক্রিনশট নিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া যাবে।

কীভাবে চালু করবেন:
১. ম্যাসেঞ্জার অ্যাপে যেকোনো চ্যাট ওপেন করুন।
২. চ্যাট স্ক্রিনে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করুন।
৩. ভ্যানিশ মোড সক্রিয় হয়ে যাবে।
৪. এর পর থেকে সেই চ্যাটে কেউ স্ক্রিনশট নিলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাবেন।

কেন জরুরি এই ফিচার?
🔹 ব্যক্তিগত ছবি, ভিডিও ও গোপন বার্তা সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
🔹 ব্যবহারকারীর প্রাইভেসি আরও শক্তিশালী হবে।
🔹 অনলাইনে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে।

প্রযুক্তিবিদদের মতে, ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। তাই প্রাইভেসি রক্ষায় ভ্যানিশ মোড ব্যবহার করা সবচেয়ে কার্যকর উপায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button