ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন রোগী।
ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা। বাড়ির ভেতর ও বাইরে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ার বা ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। দিনে ও রাতে মশারি ব্যবহার, শরীরে হালকা রঙের কাপড় পরা এবং মশা নিধন কার্যক্রমে সবাইকে অংশ নিতে হবে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।