সোনাতলা উপজেলা

সোনাতলায় বিএনপির বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বৃক্ষ রোপন করেছেন জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি।

রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী জানান, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে বিএনপির বিকল্প নেই। এ জন্য তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি।
ভোট ব্যবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল শনিবার দুই দিনের কর্মসূচিটি শুরু করেন বিএনপির এই নেতা। কর্মসূচিতে সোনাতলা উপজেলার সাতটি ইউনিয়নে বৃক্ষ রোপণ এবং স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম টিপু , জোড়গাছা ইউনিয়ন যুবদলের আহবায়ক রাকিবুল হাসান আনিস, মধুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জুয়েল, দিকদাইড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, মধুপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ মমিন মন্ডল, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ, পিন্টু, ছাত্রনেতা রাসেল আজমসহ প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button