দেশে দারিদ্র্যের হার বেড়ে ২৭.৯৩ শতাংশ

দেশে দারিদ্র্যের হার গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, দেশের দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। ২০২২ সালে এ হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।
একই সময়ে অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে।
মঙ্গলবার ঢাকার এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক বাস্তবতা নিয়ে পরিচালিত এ সমীক্ষার ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, পিপিআরসির সাম্প্রতিক সমীক্ষায় দারিদ্র্য ও অতি দারিদ্র্য দুটিই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।