
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫৬ বস্তা চালসহ একটি সেলাই মেশিন জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
আজ (২৫ আগষ্ট) সোমবার বিকেলে গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী রেল ঘুমটি সংলগ্ন একটি ভাড়া বাসায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
চালগুলো নাড়ুয়ামালা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলামের বলে জানা গেছে। তিনি সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাসা ভাড়া নিয়ে চাল গুদামজাত করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও থানা পুলিশসহ পৌরসভাধীন সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাসার নিচে গ্যারেজে অভিযান চালান। এই ঘর ভাড়া নিয়ে গত কয়েকদিন আগে ১৫৬ বস্তা চাল রেখেছিলেন রবিউল। পরে অভিযানের সময় চালের মালিক না থাকায় বাসার মালিকের উপস্থিতিতে বস্তাসহ চাল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, মডেল থানার ওসি সেরাজুল হক, গাবতলী সদর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আলিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মালিক না থাকায় বস্তাসহ চালগুলি বিশেষ ক্ষমতা আইনে জব্দ করে থানায় নেয়া হয়েছে।