খেলাধুলাফুটবল

রিয়াল মাদ্রিদের দাপুটে জয়, এমবাপের জোড়া গোল

গত মৌসুমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন মৌসুমেও দুর্দান্ত শুরু করেছেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে এনে দিলেন আরেকটি জয়। বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন ভিনিসিউস জুনিয়রও। ফলে প্রতিপক্ষ রেয়াল ওভেইদেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শাবি আলোন্সোর দল।

রোববার রাতে লা লিগার ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ আলোন্সো। প্রথমবার সুযোগ পান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, দলে ফেরেন রদ্রিগোও। তবে জায়গা হারান ভিনিসিউস, ব্রাহিম দিয়াস, এদের মিলিতাও ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে হিমশিম খায় রিয়াল। তবে ৩৮তম মিনিটে চুয়ামেনির দুর্দান্ত ট্যাকল থেকে শুরু হওয়া আক্রমণে গিলের পাসে এমবাপে গোল করেন। টানা দুই ম্যাচে গোল পেলেন ফরাসি তারকা, যিনি ওসাসুনার বিপক্ষেও রিয়ালের জয় নিশ্চিত করেছিলেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিউস। ৮৩তম মিনিটে তার পাস থেকে এমবাপে জোড়া গোল পূর্ণ করেন। দুই মিনিট পরই হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় তার, গোলরক্ষকের চমৎকার সেভে বাঁচে ওভেইদো।

শেষ মুহূর্তে গোল পান ভিনিসিউসও। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আড়াআড়ি শটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জালের দেখা পান।

দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে লিগ তালিকায় তিনে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল, দুইয়ে বার্সেলোনা।

এই বিভাগের অন্য খবর

Back to top button