ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুজন আহমেদ (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং মোবাইল অপারেটর বাংলালিংকের সিম বিক্রেতা ছিলেন।

জানা যায়, সকালে ধুনট শহরে যাওয়ার পথে তার মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধুনট থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হলেও এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

🚨 সড়কে চলাচলের সময় সতর্ক থাকুন:

ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন।

বিপরীত দিক থেকে আসা যানবাহনের প্রতি খেয়াল রাখুন।

হেলমেট ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করুন।

গতিসীমা মেনে চলুন এবং ওভারটেক এড়িয়ে চলুন।

ক্লান্ত অবস্থায় মোটরসাইকেল বা গাড়ি চালাবেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button