
বগুড়ার কাহালুতে রাতুল (৪) নামের এক শিশুর লাশ মসজিদের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
রাতুল কাহালু পৌর সদরের সাগাটিয়া মুন্সিপাড়ার আলমগীরের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পরিবারের লোকজন রাতুলকে খুঁজে পাচ্ছিলেন না। বিকেল ৪টার দিকে মসজিদের পুকুরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
শিশুদের নিরাপত্তা সবসময়ই পরিবারের প্রধান দায়িত্ব। খেলার সময় বা পানি সংলগ্ন এলাকায় শিশুর ওপর চোখ রাখুন। পুকুর, ঝরনা, খোলা জলাশয় বা নদীর পাশে অবহেলা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। শিশুদের একা বাইরে যেতে দেবেন না এবং সবসময় তাদের দিকে নজর রাখুন।