
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য মঙ্গলবার (২৬ আগস্ট) ঘোষিত ২৩ সদস্যের দলে এসেছে বড়সড় পরিবর্তন।
দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—কাইও হেনরিক, ডগলাস সান্তোস ও কাইও জর্জ। তবে নেইমারের ফেরার কথা থাকলেও নতুন ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি। নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিউস জুনিয়র, তাকেও রাখা হয়নি দলে। নতুনদের সুযোগ দিতে বাদ পড়েছেন রদ্রিগো।
গত দুই রাউন্ডের তুলনায় এবারের দলে পরিবর্তন হয়েছে ৯টি। নতুনদের সঙ্গে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো ও লুইজ হেনরিক।
ইতিমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করেছে ব্রাজিল। চিলির আর কোনো সম্ভাবনা নেই, তবে বলিভিয়া প্লে-অফের আশায় লড়াই চালিয়ে যাচ্ছে। তাই ব্রাজিলের বিপক্ষে জয় তাদের জন্য বাঁচা-মরার লড়াই।
চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ৯ সেপ্টেম্বর এল আল্টোতে।
ব্রাজিলের স্কোয়াড
গোলকিপার: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা
ডিফেন্ডার: আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন