জাতীয়
বাংলাদেশ জেল এর নাম পরিবর্তন

কারাগারের কার্যক্রমকে সংশোধন ও আধুনিকীকরণের অংশ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি জানান, তীব্র জনবল সংকট মোকাবিলায় সরকার নতুন জনবল অনুমোদন দিয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে।
এ ছাড়া বন্দিদের চিকিৎসা ও সেবার মান উন্নয়নে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মহাপরিদর্শক। তিনি আরও বলেন, বন্দিরা অনেক সময় সরাসরি তাঁকে ফোন করেন এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।