আইন ও অপরাধ

মোবাইলে ক্যাসিনো অ্যাপ রাখলেই ২ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা

মোবাইলে ক্যাসিনো বা অনলাইন জুয়ার অ্যাপ থাকলেই হতে পারে কঠিন শাস্তি। আইন অমান্য করলে ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছেন মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এসপি মাকসুদা আকতার খানম বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

তিনি আরও সতর্ক করেন, অনেকে মনে করেন অনলাইন ক্যাসিনো লটারির মতো সহজে টাকা কামানোর উপায়। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ ক্ষতি। তাই খেলার আগে সবাইকে দুইবার ভাবতে হবে।

পুলিশ সুপার বলেন, আমাদের ধর্ম, সমাজ ও দেশের আইন কোনোভাবেই জুয়াকে সমর্থন করে না। তাই মেহেরপুরকে অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য জেলা পুলিশের অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নিজে সচেতন থাকুন, পরিবার-পরিজনকেও সতর্ক করুন। অনলাইন জুয়ার ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button