আন্তর্জাতিক খবর

২-৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ আসন্ন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ যুদ্ধের অবসান হবে।

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, “এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা ও অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।”

এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প প্রশাসন বাস্তবে তা কার্যকর করতে পারেনি। বরং ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ট্রাম্প এমন সময়ে এ ঘোষণা দিলেন যখন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নাসের হাসপাতালে রয়টার্স ও আলজাজিরার সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button