জাতীয়

কোল্ড স্টোরেজে আলুর দাম নির্ধারণ, ৫০ হাজার টন কিনবে সরকার

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কোল্ড স্টোরেজ গেইটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকার ৫০ হাজার টন আলু কিনে হিমাগারে সংরক্ষণ করবে।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষকের স্বার্থ রক্ষা ও আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রয় করা ৫০ হাজার মেট্রিক টন আলু হিমাগারে সংরক্ষণ করে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button