
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ। ছবি: রাজীব রায়হান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।
ঘটনার সূত্রপাত শনিবার রাত সাড়ে ১২টার দিকে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার এক ভাড়া বাসায় ফেরার সময় এক ছাত্রীকে দারোয়ান মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে স্থানীয় লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতভর সংঘর্ষের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর পরদিন সকালে শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হলে ফের সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
সূত্র: যুগান্তর