লাইফস্টাইল

দাঁত স্কেলিং কেন করা হয়, না করলে কী হয়

দাঁত স্কেলিং। ছবি: পেক্সেলস

দাঁতের চারপাশে জমে থাকা ময়লা, প্লাক ও টার্টার শুধু দাঁতের সৌন্দর্য নষ্ট করে না, বরং নানান সমস্যারও কারণ হয়। এগুলো পরিষ্কার করার জন্য দাঁত স্কেলিং করা হয়।

দাঁত স্কেলিং কেন করা হয়:

দাঁতের ফাঁক ও চারপাশের জমে থাকা টার্টার ও প্লাক পরিষ্কার করতে।

মাড়িকে সুস্থ রাখতে এবং প্রদাহ কমাতে।

মুখের দুর্গন্ধ দূর করতে।

দাঁতের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে।

দাঁত ক্ষয় ও মাড়ির রোগ প্রতিরোধ করতে।

না করলে কী হয়:

মাড়ি লাল ও ফোলা হয়ে যায়, রক্তক্ষরণ হতে পারে।

দাঁতের চারপাশে ইনফেকশন ছড়ায়, যা পেরিওডন্টাল ডিজিজ-এ রূপ নিতে পারে।

মুখে দুর্গন্ধ স্থায়ী হয়ে যায়।

দাঁত ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে এবং একসময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

অর্থাৎ, দাঁতের সুস্থতা ও সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত দাঁত স্কেলিং অত্যন্ত জরুরি।

এই বিভাগের অন্য খবর

Back to top button