রাজনীতি

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

নুরের চিকিৎসার খোঁজখবর নিতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে পাঠালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: দেশ রূপান্তর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের দায়িত্বশীল কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শায়রুল আরও বলেন, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একইসঙ্গে তিনি নুরের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এসময় বিএনপি চেয়ারপারসন নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button