রাজনীতি

হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বাকযুদ্ধের পর বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি উল্লেখ করেন।

তিনি জানান, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। হাসনাত বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন ও উপহার দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।”

এর আগে নির্বাচন কমিশন ভবনের একটি ঘটনার জেরে দুজনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও কড়া সমালোচনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

বৈঠকে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারও জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সূত্র: দৈনিক ইনকিলাব

এই বিভাগের অন্য খবর

Back to top button