ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে টানা দুদফা সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ আদেশ জারি করেন। নির্দেশনা অনুযায়ী, রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময় সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র বহনসহ পাঁচজনের বেশি মানুষের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সংঘর্ষের সূত্রপাত শনিবার রাতে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দেরি করে বাড়ি ফেরায় এক ছাত্রীকে দারোয়ান মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাতভর ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।

রোববার সকালেও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন।

সংঘর্ষের পর তিনি রোববারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। তবে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আগের সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button