খেলাধুলাফুটবল

ফাইনালে হারের পর প্রতিপক্ষ কোচের মুখে থুতু মারলেন সুয়ারেজ

ছবি: সংগৃহীত

লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এরই মাঝে নতুন বিতর্কে জড়ান লুইস সুয়ারেজ। ফাইনাল হারের পর প্রতিপক্ষ কোচের মুখে থুতু ছিটিয়েছেন তিনি।

ফাইনালে ফেভারিট ধরা হলেও মাঠে অচেনা ছিলেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ছাপিয়ে সিয়াটল নিয়ন্ত্রণ করে ম্যাচ, আর বড় ব্যবধানে হার মানে মায়ামি।

ম্যাচ শেষে সিয়াটলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাসের উল্লাসে ক্ষুব্ধ হয়ে তাকে ধাক্কা দেন সুয়ারেজ। পরে তার গলা চেপে ধরলে শুরু হয় হাতাহাতি। দুই দলের ফুটবলাররা একে অপরের দিকে ঘুষি ছোড়েন, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান মাঠের নিরাপত্তাকর্মীরা।

অবশেষে খেলোয়াড়দের আলাদা করা হলে সুয়ারেজ সিয়াটলের কোচের সামনে গিয়ে তার মুখে থুতু নিক্ষেপ করেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে নেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং এ জন্য বড় শাস্তির মুখে পড়তে পারেন এই উরুগুয়ের স্ট্রাইকার।

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ইতালির চিয়েলিনিকে কামড় দিয়ে লাল কার্ড ও নির্বাসনের শাস্তি পেয়েছিলেন সুয়ারেজ। নতুন এই ঘটনার কারণে আবারও বিতর্কের কেন্দ্রে চলে এলেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button