
ছবি: এক্স
টানা দুই ম্যাচে জয় পেলেও লা লিগার তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেল বার্সেলোনা। রোববার (৩১ আগস্ট) রায়ো ভায়েকানোর বিপক্ষে লামিন ইয়ামালের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে হয়েছে কাতালান ক্লাবটিকে।
পুরো ম্যাচে বল দখলে ছিল বার্সেলোনার নিয়ন্ত্রণে। ৫৬ শতাংশ সময় তারা বলের দখল রাখে এবং ১২টি শট নেয়, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে ভায়েকানো দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ১৩টি শট নেয়, যার সাতটি ছিল টার্গেটে।
প্রথমার্ধে বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোল পায়নি তারা। অবশেষে ৪০তম মিনিটে সফল স্পট কিকে লামিন ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে দেন। যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ওলমো, কিন্তু পেনাল্টি বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে খেলার দৃশ্যপট পাল্টে যায়। ৬৭তম মিনিটে ইসি পালাসনের কর্নার থেকে পেরেসের শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে ভায়েকানো।
শেষ মুহূর্তে আবারও গোলের সুযোগ পান ইয়ামাল। লেভানডোভস্কিকে কাটব্যাক না দিয়ে নিজেই শট নেন, তবে গোল করতে ব্যর্থ হন। ওই আক্রমণের পরই শেষ হয় ম্যাচ। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।