অর্থ ও বানিজ্য
প্রধান খবর

আগস্টে দেশে প্রবাসী আয় ২৪২ কোটি ডলার

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে দেশে প্রবাসী আয় হয়েছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তার তথ্য অনুযায়ী, এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ৪০ লাখ ডলার। তুলনামূলকভাবে, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮.৯০ শতাংশ। এছাড়া ৩১ আগস্ট একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯ কোটি ৩০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে মোট ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ১৮.৪০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

অর্থবছর ২০২৪-২৫ জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড।

এই বিভাগের অন্য খবর

Back to top button