সারাদেশ

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। ছবি: সংগৃহীত

খুলনার খানজাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব-৬ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা মো. আকবর আলীর ছেলে। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনা প্রতিনিধি ছিলেন।

পুলিশ জানায়, নিহতের পকেটে পাওয়া পরিচয়পত্রে তার নাম ওয়াহেদ-উজ-জামান বুলু লেখা ছিল।

সূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button