দিবস

বিশ্ব চিঠি দিবস আজ

প্রতীকী ছবি

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব চিঠি দিবস। হাতে লেখা চিঠির আবেগ, আন্তরিকতা ও স্মৃতিচারণকে মনে করিয়ে দিতেই এ দিবস উদযাপন করা হয়।

প্রযুক্তির উন্নতিতে মুহূর্তেই বার্তা পৌঁছে গেলেও প্রিয়জনের হাতে লেখা চিঠির অনুভূতি আজকের প্রজন্ম কল্পনাও করতে পারে না। কাগজের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসা ও স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই পালিত হয় দিনটি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার শিল্পী ও লেখক রিচার্ড সিম্পকিন এ দিবসের সূচনা করেন। নব্বই দশকের শেষের দিকে তিনি দেশের কিংবদন্তিদের কাছে চিঠি লিখতেন এবং হাতে লেখা উত্তর থেকে অনুপ্রাণিত হতেন। সেই অভিজ্ঞতা থেকেই বিশ্বব্যাপী মানুষকে চিঠি লেখায় উৎসাহিত করার উদ্যোগ নেন তিনি।

বিশ্ব চিঠি দিবসে প্রিয়জনকে একটি হাতে লেখা চিঠি পাঠানো, ক্যালিগ্রাফি অনুশীলন কিংবা দীর্ঘদিনের অযত্নে থাকা সম্পর্কের প্রতি নতুন করে সংযোগ স্থাপনের আহ্বান জানানো হয়।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button