
ছবি: সংগৃহীত
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের রেকর্ডভাঙা পারফরম্যান্সের দিনে জয়ের দেখা পেল বাংলাদেশ। এই জয়ের ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।
ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা করার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। ১২তম ওভারে সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ হাসান তামিম। ২০২৫ সালে তানজিদ মেরেছেন ২৩টি ছক্কা, পারভেজের মোট ২২টি। রেকর্ড ভাঙা ছক্কাটি তানজিদ মেরেছেন ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেটের ওপর দিয়ে।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। ১৭.৩ ওভারে ১০৩ রানে তারা অলআউট হয়।
সহজ টার্গেট তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের অনবদ্য ফিফটির সাহচর্যে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। ওপেনার তানজিদ ৪০ বলে ৫৪ রান করেন, চারটি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন। অধিনায়ক লিটন কুমার দাস ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। পারভেজ হোসেন ইমন ২৩ বলে ২১ রান করে ফিরেন।
নেদারল্যান্ডসের ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত, ২৪ বলে তিন চার ও একটি ছক্কায়। ওপেনার বিক্রমজিত সিং ১৭ বলে ২৪ রান করেন।
বাংলাদেশের বোলাররাও দাপট দেখান। নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রান খরচ করে ২ উইকেট নেন। তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট নেন। তানজিম হাসান সাকিব ৩ ওভারে একটি উইকেট পান, মেহেদী হাসান ৩.৩ ওভারে একটি উইকেট নেন।