সারাদেশ

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

হোটেল ওয়েস্টিন। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। তবে গত দুদিন ধরে কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং পরে তারা দূতাবাস ও পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে দূতাবাসের একটি মেডিক্যাল টিম ও পুলিশের একটি দল হোটেলে গিয়ে কক্ষে প্রবেশ করে জ্যাকসনের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে।

ওসি হাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিতভাবে মরদেহ হস্তান্তরের আবেদন করে। এরপর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে অবস্থান করছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button